কিশোরগঞ্জে বিএনপির সাত নেতা-কর্মী জেলহাজতে
কিশোরগঞ্জে নাশকতার মামলায় বাজিতপুর উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত ১-এর
বিচারক হোসাইন মো. ফজলুল হক বারীর আদালতে পাঁচটি ও বিচারিক হাকিম আদালত ৫-এর বিচারক হামিদুল ইসলামের আদালতে দুটি মামলার অভিযুক্তদের জামিন শুনানি হয়। শুনানি শেষে বিচারক জমিন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও দিলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হক স্বাধীনসহ চার বিএনপিকর্মী।
আদালত পরিদর্শক মো. হুমায়ূন কবীর আকন্দ জানান, চলতি বছরের শুরুর দিকে অবরোধের সময় ট্রেনে অগ্নিসংযোগ, রেল যোগাযোগ বিচ্ছিন্নসহ রেলপথে নাশকতার অভিযোগে রেলওয়ে (জিআরপি) থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মোট সাতটি মামলার পলাতক আসামি ছিলেন ওই সাত নেতা-কর্মী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি জালাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ২০ জন আইনজীবী আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন।