আগে জীবন, পরে মানবতা : সেতুমন্ত্রী
মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার যানবাহন ও ফিটনেসবিহীন বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগে জীবন, পরে মানবতা।
শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিনি দেশের তিন হাজার কিলোমিটার মহাসড়ক বাদ দিয়ে আড়াই লাখ সড়কে অটোরিকশাসহ করিমন, নসিমন চালানো যাবে বলে মত দেন।
চট্টগ্রামের নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম আবাহনী লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য শামসুল হক, আবাহনী লিমিটেডের সভাপতি তরফদার রুহুল আমিন বক্তব্য দেন।
মহাসড়কে দুর্ঘটনার জন্য তিন চাকার গাড়িকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যানজট আমাদের চ্যালেঞ্জ। মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেসসহ ফ্লাইওভার হয়ে গেলে যানজট আরো কমে যাবে। হাইওয়েতে যেসব কারণে দুর্ঘটনা হচ্ছে তার মধ্যে অটোরিকশা নতুন উপদ্রুব। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন, করিমনও রয়েছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, দেশে আড়াই লাখ কিলোমিটার সড়ক আছে। কিন্তু তিন হাজার কিলোমিটার মহাসড়ক বাদ দিয়ে চলতে হবে। তিন হাজারে যদি না চলে কি এমন হবে। আগে তো জীবন পরে মানবতা। আগে তো বেঁচে থাকা তারপর জীবিকা। বেঁচে না থাকলে জীবিকার সংস্থান হবে কেমন করে।’
ফিটনেসবিহীন বড় যানবাহনের ব্যাপারে কোনো আপস করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপস আমি ফিটনেসবিহীন বড় গাড়ির ব্যাপারেও করব না। আপস আমি ফিটনেসবিহীন ড্রাইভারের ব্যাপারেও করব না।’
মন্ত্রী জানান, বাংলাদেশে কর্ণফুলী টানেল হচ্ছে। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামবাসীর জন্য উপহার কর্ণফুলী টানেলের কাজ শুরু হবে।