চট্টগ্রামে অটোচালকদের সমাবেশ ভণ্ডুল
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান চলাচল বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত চালকদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। এ দিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিক নেতারা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর টোল রোডের মুখেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিল স্থানীয় অটোরিকশাচালকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় পুলিশ মহাসড়কে বিচ্ছিন্নভাবে চলাচলকারী অটোরিকশা আটক করে। এতে স্বল্প দূরত্বের যাত্রীদের বিপাকে পড়তে দেখা যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক বলেন, ‘মহাসড়কে কোনো সমাবেশ করতে অনুমতি লাগে। তাদের তো অনুমতি নেই। তাই আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতে দেব না। সমাবেশে তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি এবং মহাসড়ক অবরোধ করতে দেব না। এ ব্যাপারে জিরো টলারেন্স। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স।’
অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, ‘আমরা আশা করব, পুলিশ আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবে না। আমরা পুলিশের কাছে অতটুকু আশা করি নাই। পুলিশ আমাদের যতই বাধা দিক আন্দোলন অব্যাহত থাকবে।’
দেশের যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে গত ১ আগস্ট থেকে মহাসড়কে সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।