নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতার বস্তাভর্তি লাশ মিলল খালে
লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলমের (২৮) বস্তাভর্তি অর্ধগলিত লাশ খালে পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার পেয়ারাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে খোরশেদের বাবা বাদশা মিয়া সদর হাসপাতাল মর্গে ছেলের লাশ শনাক্ত করেন। খোরশেদ লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার শমসেরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
তবে পুলিশ বলছে, খোরশেদতালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানায় আট-দশটি মামলা রয়েছে।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, গত ২৯ জুলাই বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দিন রুবেল খোরশেদ আলমকে বিনা কারণে আটক করেন। এরপর সদর থানা ও গোয়েন্দা পুলিশসহ বিভিন্নস্থানে খোঁজ নিলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে রোববার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সুস্থ অবস্থায় খোরশেদকে ফিরে পেতে আকুতি জানায় পরিবার।
অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, খোরশেদকে পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।