সিলেটে অটোরিকশা শ্রমিকদের আশ্বস্ত করলেন ডিসি ও আ. লীগ নেতারা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/05/photo-1438789547.jpg)
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসনে উচ্চপর্যায়ে আলোচনা চলছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও আওয়ামী লীগের নেতারা অটোরিকশা শ্রমিক-মালিকদের আন্দোলন কর্মসূচিতে না যেতে অনুরোধ করেছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় বৈঠকে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা এ আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) শৈলেন চাকমা এবং জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সেখানে আওয়ামী লীগের নেতারা মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ নিয়ে জটিলতার বিষয় উল্লেখ করে বলেন, স্থানীয় কোনো সমস্যা হলে এখান থেকেই সমাধান সম্ভব ছিল। কিন্তু জাতীয় বিষয় হওয়ায় সমাধানে সময় লাগবে। এ বিষয়ে অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে তাঁদের আলাপ হয়েছে। তাঁরা জটিলতা নিরসনে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
তবে এ বিষয়ে সমাধান দ্রুত সম্ভব নয় জানিয়ে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৯ আগস্ট সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সিলেটের সুনাম ধরে রাখতে অটোরিকশা মালিক-শ্রমিকদের সব আন্দোলন কর্মসূচি স্থগিত রেখে পরিস্থিতি স্বভাবিক রাখার আহ্বান জানান তিনি।
শ্রমিক লীগের জেলা সভাপতি এজাজুল হক এজাজ বলেন, ১৫ আগস্ট শোক দিবস ও সাফ অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলা থাকায় কঠোর কর্মসূচিতে যাবে না শ্রমিক সংগঠন। তবে বিভিন্ন পয়েন্টে পথ সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল অব্যাহত থাকবে।
এর আগে গত ২ আগস্ট রোববার সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সিলেট জেলায় অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট ও মহাসড়কে অবস্থানের আন্দোলন কর্মসূচি শুরু করে। ওই দিন বিকেলে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আশ্বাসের ভিত্তিতে তারা দুইদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করে, যার শেষ দিন ছিল আজ।