দুই শিশুর ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/06/photo-1438842980.jpg)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার বাহাজ উদ্দিন ও হাবিবর রহমানের দুই শিশুপুত্রের মধ্যে ঝগড়া হয় সম্প্রতি। এর জের ধরে হাবিবর রহমান বাদী হয়ে বাহাজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে ১ আগস্ট শেরপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।
সেই মামলায় জামিন নিয়ে গতকাল বুধবার রাতে তিনানী বাজারে গেলে বাহাজ উদ্দিন, তাঁর ছেলে ও পরিবারের লোকজনের ওপর হামলা চালায় হাবিবরের লোকজন। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বাহাজ উদ্দিন ও তৈয়বকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার জানান, ‘দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’