সাভারে বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকার অদূরে সাভার এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা রোডের পদ্মা প্রিন্টার্সের সামনে থেকে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান জানান, সকালে সাভারের থানা রোডের পদ্মা প্রিন্টার্সের সামনে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।