বগুড়ায় দুই জামায়াত নেতা আটক, ৩৫ ককটেল উদ্ধার
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের নির্বাহী কমিটির সহসভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির মো. গোলাম রব্বানী (৬০) এবং জেলা জামায়াতের সেক্রেটারি নাজিমুদ্দিনকে (৫৮) আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে ৩৫টি ককটেল উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে।
এ সময় গোলাম রব্বানীর বৈঠকখানার সিলিং থেকে ২০টি এবং নাজিমুদ্দিনের বাড়ির রান্নাঘরের টিনের চালা থেকে ১৫টি ককটেল উদ্ধার করে। তারা ২০১৪ সালে আন্দোলনের নামে জেলায় নাশকতার পরিকল্পনাকারী বলেও জানান পুলিশ সুপার।