দুটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ জয়ী
কুড়িগ্রামের রৌমারী উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে দুটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।
দীর্ঘ একযুগ পর গতকাল বুধবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবের ও নবগঠিত চর শৌলমারী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
দাঁতভাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম তালগাছ প্রতীক নিয়ে চার হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত মফিজ উদ্দিন ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৫৩৯ ভোট।
বন্দবের ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পাঁচ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবদুল কাদের রজনীগন্ধা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৫৯৭ ভোট।
নবগঠিত চর শৌলমারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কে এম ফজলুল হক মণ্ডল তালগাছ প্রতীক নিয়ে আট হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এইচ এম সাইদুর রহমান ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৮৯২ ভোট। তিনি স্বতন্ত্র ছিলেন।
সর্বশেষ ২০০৩ সালে বন্দবের ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরে এ দুটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে ৬নং চরশৌলমারী নামে একটি নতুন ইউনিয়ন গঠিত হয়। সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা থাকায় প্রায় এক যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হলো।