বিচারব্যবস্থা সুষ্ঠু নয়, তাই শিশু হত্যা : এরশাদ
বিচারব্যবস্থা সুষ্ঠু না হওয়ার কারণে দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার ঘটনায় গুলিবিদ্ধ শিশুকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে জানান, শিশুটির এখন আশঙ্কামুক্ত। তবে, তার ডান চোখের অবস্থা ভালো নয়।
মাগুরার গুলিবিদ্ধ শিশু এবং মাকে দেখার পর সাংবাদিকদের কাছে এরশাদ বলেন, সম্প্রতি শিশুদের নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার দায় সরকারকে নিতে হবে। এরশাদ পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিশুটির শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।