সামান্য অভিযোগে শিশুর মাথায় ইটের আঘাত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুরে পায়খানা করার অভিযোগ এনে এক শিশুকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। গুরুতর আহত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।
গত ২৭ জুলাই কমলনগর উপজেলায় সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের শিশু মো. শিপনকে (৯) এ নির্মম নির্যাতন করা হয়। সে গ্রামের আবুল কালামের ছেলে। ঘটনার পর দিনই শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির স্বজনরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শিশুর চাচা মো. হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি দিদার হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. হাসান জানান, গত ২৭ জুলাই (সোমবার) বিকেলে শিপনের বিরুদ্ধে পুকুরে পায়খানা করার অভিযোগ আনেন দিদার। বাকবিতণ্ডার একপর্যায়ে দিদার ও তাঁর ভাইসহ চারজন শিপনকে ইট দিয়ে মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসান আরো জানান, শিপনের অবস্থা এখন আশঙ্কাজনক।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম চৌধুরী জানান, অভিযোগ পেয়ে মামলার প্রধান আসামি দিদার হোসেনকে আটক করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি দিদারের ভাই মুরাদ হোসেন, দিদারের স্বজন আবদুর রব ও মিনারা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ (এএসপি) মো. জুনায়েত কাউসার বলেন, ‘শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’