স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামীর আত্মহত্যার চেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/12/04/photo-1512408221.jpg)
ঝালকাঠিতে সুমাইয়া ফরাজী গর্না (২১) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শহরের কাঠপট্টি সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারীর স্বামী আকন (২৫) আত্মহত্যার চেষ্টা করেন।
এখন পর্যন্ত সুমাইয়ার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর আগে আকন ও একই এলাকার সুমাইয়ার পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করে। তবে আকনের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় তাঁদের সংসারে কলহ লেগেই থাকত। গতকাল দুপুরে আকনের বাবার মুড়ি তৈরির কারখানার ওপরের একটি ঘরে দরজা বন্ধ করে ঝগড়া শুরু করেন ওই দম্পতি। একপর্যায়ে সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে আকন। গুরুতর অবস্থায় তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে নিহত সুমাইয়ার বাবা আসলাম ফরাজী তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি দোষীদের বিচার দাবি করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষপানে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।