ব্লগার হত্যাকাণ্ড সরকারের রাজনীতি : খন্দকার মাহবুব
ব্লগার নিলয় হত্যাকাণ্ড বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি ‘রাজনৈতিক চাল’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তাঁর ধারণা, এসবের মধ্য দিয়ে সরকার বাংলাদেশকে বিশ্বে একটি মৌলবাদী ও জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রবীণ এ আইনজীবী এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ব্লগার নিলয়কে কোনো সন্ত্রাসী হত্যা করেনি। এর পেছনে ষড়যন্ত্র আছে। এটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক চাল।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নিলয় নীল নামে ব্লগে লিখতেন। ফেসবুকেও তিনি ওই নামেই ছিলেন।
এ ঘটনায় তাঁর স্ত্রী আশা মনি বাদী হয়ে গতকাল রাতেই খিলগাঁও থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরিকল্পিতভাবে নীলাদ্রি হত্যাকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিত রায়, ওয়াসিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার নীলাদ্রি চট্টোপাধ্যায়। কাউকে রাজপথে আবার কাউকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সব হত্যাকাণ্ডের ধরন একই।
তবে রাজীব ও বাবু ছাড়া আর কোনো হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত কাউকে আটক করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
‘আজ পর্যন্ত এ ধরনের একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এর অর্থই হলো সরকার হত্যাকারীদের মদদ দিচ্ছে। এসব হত্যাকাণ্ড ঘটিয়ে বিশ্বে বাংলাদেশকে মৌলবাদ ও জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে ধুয়া তুলে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না।’
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, যে কোনো সময় গণজাগরণে সরকারের পতন নিশ্চিত হবে। কারণ ঘরে ঘরে সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।