ব্লগার হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
urgentPhoto
আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে আইডিয়াল ল’ কলেজ আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকীর দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘ব্লগার হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা সংস্থা ও র্যাব কাজ করছে। এরই মধ্যে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে।’
সরকার ব্লগার হত্যাকারীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না দাবি করে মন্ত্রী বলেন, ‘লেটেস্ট হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার জন্য সবাই কাজ করছে। আমি আশা করছি খুব অচিরেই এদের শনাক্ত করে আমরা ধরে ফেলতে পারব। কারণ আমাদের কাছে এ ব্যাপারে আমরা মনে হয় আরো কিছু ইনফরমেশন নিয়ে ফেলেছি। আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মভীরু নই। এ জন্যই এ ধরনের জঙ্গিবাদকে, এ ধরনের হত্যাকাণ্ডকে কেউই আমরা আশ্রয় -প্রশ্রয় দেই না। সে জন্য আমরা মনে করি সে যেই হোক অবশ্যই আমরা তাকে ধরে ফেলব।’
তবে হত্যাকারীরা টেলিফোন নেটওয়ার্ক এড়িয়ে চলায় তাদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে বলেও জানান মন্ত্রী।