ক্রিকেট খেলার জেরে মাদ্রাসাছাত্রের হাত ভাঙল তিন তরুণ!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/12/06/photo-1512577104.jpg)
ঝালকাঠিতে ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে শহরের কৃষ্ণকাঠি পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ (১৫) কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে কৃষ্ণকাঠি এলাকার আলম খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নূর মোহাম্মদ দুপুরে বার্ষিক পরীক্ষার আকাইদ ফিকহ বিষয়ের পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল। এ সময় একই এলাকার জনি শিকদার, মুন্না হাওলাদার, তুহিন হাওলাদারসহ ছয় থেকে আটজন মিলে বাঁশে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বাঁ হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
আহত নূর মোহাম্মদ জানায়, তিন বছর আগে ক্রিকেট খেলা নিয়ে জনি শিকদারের সঙ্গে ঝগড়া হয় তার। এর জের ধরে এই হামলা চালানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদরুদ্দোজা মো. জুবায়ের বলেন, নূর মোহাম্মদের বাম হাত ভেঙে গেছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জনি শিকদার বলে, ‘তিন বছর আগে ক্রিকেট খেলা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে ঝগড়া হয়। এর পর থেকে সে আমাকে দেখলেই বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। তবে নূর মোহাম্মদকে পিটানো হয়নি। ধাক্কা দিলে সে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়।’