‘২০২২ সালেই মাতারবাড়ী থেকে বিদ্যুৎ’

২০২২ সালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
আজ শনিবার দুপুরে মুখ্য সচিবের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের নয়জন সচিব বিদ্যুৎকেন্দ্রের স্থান পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম আজাদ এ কথা বলেন।
এ সময় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা জমির ন্যায্যমূল্যের দাবিতে মুখ্য সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মুখ্য সচিব বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। তাই বর্তমান সরকার দেশে বিভিন্ন এলাকায় নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।
গত বছর মাতারবাড়ীতে এক হাজার ৪০০ একর জায়গায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ হাতে নেয় সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রমুখ।