স্ত্রীকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/12/08/photo-1512672272.jpg)
যৌতুকের টাকা না পেয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত যুবতীর নাম সুলতা রানী হাওলাদার (১৮)। স্থানীয় পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয় থেকে তাঁর এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
গতকাল বুধবার রাতে কাঁঠালিয়ার বীণাপাণি বাজার এলাকায় নিহত সুলতা রানীর শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী শিপন বালি নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সুলতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সুলতা রানীর পরিবারের অভিযোগ, সুলতাকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালাচ্ছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
নিহতের পরিবার জানায়, বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বিমল চন্দ্র হালদারের মেয়ে সুলতা রানী হাওলাদারের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় বীণাপাণি গ্রামের পরেশ চন্দ্র বালির ছেলে শিপন বালির। বিয়ের পর থেকেই শিপন বেকার ছিল। ফলে সে সুলতার পরিবারের লোকজনের কাছে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হতো।
সবশেষ গতকাল বুধবার রাতে শিপন তাঁর স্ত্রী সুলতার মায়ের কাছে টেলিফোন করে যৌতুকের টাকার জন্য চাপ দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী শিপন শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পরে মুখে বিষ ঢেলে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার চালান।
নিহতের মা জ্যোৎস্না রানী হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের টাকা পরিশোধ না করায় তাঁর মেয়েকে মেরে ফেলেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী শিপন বালি নিখোঁজ আছেন বলেও জানান ওসি।