মেহেরপুরে নৌকা ডুবে দুই স্কুলছাত্রী নিখোঁজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/09/photo-1439136405.jpg)
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর ঘাটে ভৈরব নদে নৌকা ডুবে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চার স্কুলছাত্রীকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।
নিখোঁজ দুজন হচ্ছে রসিকপুর গ্রামের হাশেম আলীর মেয়ে ববিতা খাতুন ও একই গ্রামের হাবুর আলীর মেয়ে তানিয়া খাতুন। দুজনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮ জন ছাত্রী বাড়ি ফিরছিল। গ্রামের কাছে রসিকপুর ঘাটে ভৈরব নদ পারাপারের জন্য একসঙ্গে তারা নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝি ও স্থানীয়দের সহায়তায় ৩২ জন ছাত্রী উপরে উঠে আসে। পানির নিচে ডুবন্ত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। তারা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সেলিম রেজা জানান, নদীতে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ দুজন স্রোতে দূরে ভেসে গেছে। তবে সম্ভাব্য এলাকায় তল্লাশি চালানো হয়।
এদিকে নিখোঁজদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশে ভারী হয়ে উঠেছে। নদীপারে উৎসুক জনতার ভিড় জমেছে।