ভৈরবে পুলিশের কাজে বাধার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/09/photo-1439142446.jpg)
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার বাদী হয়ে গতকাল শনিবার রাতে সাতজনের নাম উল্লেখসহ শতাধিক লোকের নামে ওই মামলাটি করেন। পরে রাতভর অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন সরকার (৫৩), নাদিম মিয়া (৩২), সুলতান উদ্দিন (৩৫) ও শওকত আলীকে (৩৬) বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আদর্শপাড়ার সরকারবাড়ির জসিম সরকার ও বজলু সরকারে মধ্যে একটি বাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানায় এলাকাবাসী। সে বিরোধ মীমাংসায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ মাতব্বররা আগামী ২২ আগস্ট সালিশের দিন ধার্য করেন। কিন্তু সেই সালিশ উপেক্ষা করে গতকাল শনিবার বিকেলে জসিম সরকারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ বাড়ির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশ সদস্য নজরুল ইসলামসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ ব্যক্তি আহত হন। ভাঙচুর ও লুটপাট হয় বেশ কয়েকটি বাড়িঘরে। এ ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কমপক্ষে ২০টি শটগানের গুলি ছুঁড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।