অপহরণের পর কারখানার ব্যবস্থাপকের লাশ উদ্ধার
গাজীপুরে অপহরণের দুদিন পর পোশাক কারখানার ব্যবস্থাপক মাসুম মিয়ার (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সফিপুর আনসার-ভিডিপি একাডেমির সামনের ডোবা থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
urgentPhoto
মাসুমের বাড়ি দিনাজপুর সদরে। তিনি কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ডিভাইন ফেব্রিক্স কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার প্রধান হিসাবরক্ষক আবুল কালাম আজাদ জানান, মাসুম গত রোববার রাত ১০টার দিকে কাজ শেষে কারখানা থেকে বের হয়ে পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডের দিকে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এ বিষয়ে গতকাল সোমবার মাসুমের ভাই সোহেল মিয়া কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আজ ভোরে ডোবায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে কারখানার শ্রমিকরা লাশ দেখে তাঁর পরিচয় শনাক্ত করেন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।