প্রতিশোধ বটে!
ফসল খাওয়ার অভিযোগে এক দিনমজুরের ছাগল জবাই করে প্রতিশোধ নিয়েছেন গৃহস্থ। আজ মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের সফাপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সেখান থেকে ছাগলের চামড়া ও মাংস জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহস্থ কামরুল ইসলাম সটকে পড়েন।
দুপুর ১২টার দিকে সরজমিনে ঘটনাস্থল গিয়ে দেখা গেছে, জবাইয়ের পর ছাগলের চামড়া ছাড়িয়ে মাংস বানানোর কাজ করছেন কামরুল। বাড়ির নারীরা ব্যস্ত পেঁয়াজ, রসুন ও মসলা তৈরিতে। উনুনে চলছে রান্নার প্রস্তুতি। ক্যামেরাসহ সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে কামরুল ইসলাম তড়িঘড়ি হাতের অস্ত্র ফেলে দাঁড়িয়ে পড়েন। এ সময় ঘটনার বেশকিছু ছবি ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা।
ছাগলটির মালিক দিনমজুর আলমগীর হোসেন এনটিভি অনলাইনকে জানান, সামান্য উপার্জনে স্ত্রী, সন্তান আর বিধবা মাকে নিয়ে অতি কষ্টে চলে তাঁর সংসার। পরিবারের বাড়তি আয়ের জন্য একটি ছাগল পালন করেন স্ত্রী ও বিধবা মা। ছাগলটি তিন মাস আগে দুটি বাচ্চা দিয়েছে।
সকালে ফসল খেয়েছে এমন অভিযোগ করে প্রতিবেশী কামরুল ইসলাম ছাগলটি ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে সেটি জবাই করে ফেলেন বলে অভিযোগ করেন দিনমজুর আলমগীর।
স্থানীয়দের অভিযোগ, ফসল খাওয়ার ঘটনায় কামরুল ছাগলটি খোয়াড়ে দিতে পারতেন। তা না করে ক্ষমতার দাপট দেখিয়ে দিনমজুরের ছাগলটি জবাই করে প্রতিশোধ নিয়েছেন।
কামরুল ইসলাম জানান, আলমগীর হোসেনের ছাগল বাড়ির উঠানে লাগানো ঢেঁড়স ও ডাটার একটি করে গাছ খেয়ে ফেলে। এতে রাগের বশবর্তী হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, জবাই করা ছাগলের চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।