পাবনা পাসপোর্ট অফিসে অভিযান, সাত দালালের জেল
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটকের পর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোমিনুল করিম জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট করতে যাওয়া লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে এবং কাগজপত্র ছিনিয়ে জিম্মি করে টাকা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ দালালচক্র। দীর্ঘদিন ধরে তাদের খপ্পরে পড়ে অসহায় হয়ে পড়ে ভুক্তভোগীরা। এসব অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকী সাহা ও উম্মে সালমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মনোয়ার হোসেন, চক ছাতিয়ানি মহল্লার রিপন হোসেন, একই মহল্লার উজ্জ্বল শেখ, সাইফুল ইসলাম, ওহিদুল ইসলাম, চাঁদমারী মহল্লার তপু হোসেন ও কলাবাগান মাঠপাড়া এলাকার মিলন শেখ।