চট্টগ্রামে পণ্যবাহী লরিতে আগুন

চট্টগ্রাম বন্দর টোল রোডে একটি পণ্যবাহী লরির সামনের অংশ আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ লরিচালক বন্দর টোল রোডে পার্কিং করে ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পার্কি করে রাখা এমন এক লরিতে আগুন ধরে যায়।
লরির চালকের সহকারী আলম জানান, লরির চালকের আসনের পাশে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে জেগে আগুন দেখতে পান। তিনি দ্রুত লরি থেকে নেমে যান। পরে টোল রোডে পার্কিং করে রাখা অন্যান্য লরির চালক ও সহকারীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আগুনের পুড়ে যাওয়া লরিতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, চালকের সহকারীর মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।