এবার প্রকৌশলীকে পেটালেন এমপি বদি

কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোস্তফা মিনহাজকে তাঁর কার্যালয়ে ঢুকে বেধড়ক মারধর করেছেন আওয়ামী লীগদলীয় আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত থাকায় সংসদ সদস্য ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংসদ সদস্যের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে আইনজীবী, শিক্ষক ও সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম ছিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, তিনি এ ঘটনার পর বিকেল ৩টায় উখিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। পরে আহত মোস্তফা মিনহাজকে সঙ্গে নিয়ে কক্সবাজারের ফিরে আসেন।
তবে এ ব্যাপারে বক্তব্য জানতে সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টায় উখিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ছিল। ১১টার দিকে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি সভাকক্ষে আসেন। সেখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে উখিয়া উপজেলা প্রকৌশলীকে না দেখে উপজেলা কার্যালয়ে কর্মরত পিয়ন সিরাজুল হককে দিয়ে প্রকৌশলীকে ডেকে পাঠান। প্রকৌশলীর আসতে বিলম্ব হয়। তখন সংসদ সদস্য সভাকক্ষ ত্যাগ করে উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে যান বলে জানান সভায় উপস্থিত পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
প্রকৌশলী মোস্তফা মিনহাজ এনটিভি অনলাইনকে বলেন, ‘সভায় যোগ দিতে পাঁচ মিনিট বিলম্ব হওয়ায় ক্রোধের বশবর্তী হয়ে এমপি সাহেব আমাকে মারধর করেছেন।’
কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন রাতে এনটিভি অনলাইনকে জানান, প্রকৌশলীকে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। পাশাপাশি উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে জানানো হয়েছে।