বরিশালের বাস চলাচল বন্ধ করে দিল ঝালকাঠির মালিকরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/03/photo-1514998063.jpg)
দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
আজ বুধবার সকাল ৮টা থেকে ঝালকাঠির রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে এ ঘোষণা দেয় মালিক সমিতি। ফলে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, মহেষপুর ও রূপসা মালিক সমিতির সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বরিশাল যেতে যাত্রীদের চার কিলামিটার পথ ঘুরে বিকল্প যানে যাতায়াত করতে হচ্ছে।
ঝালকাঠি বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, ঝালকাঠি ও বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে।
ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা জানান, বরিশাল-পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে ঝালকাঠি মালিক সমিতির বাস চলাচল করার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালে সমঝোতা বৈঠকের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু ওই বৈঠকে বলিশাল বাস মালিক সমিতির নেতারা না আসায় সমঝোতা বৈঠক ভেস্তে যায়। ফলে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বাসমালিক সমিতির দাবি উপেক্ষিত হলে ঝালকাঠি জেলার সড়কে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বরিশালের উদ্দেশে দক্ষিণাঞ্চলের খুলনার রূপসা, বাগেরহাট, মহেষপুর ও পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসগুলো বরিশালের শেষ সীমানার চার কিলোমিটার আগে ঝালকাঠির রায়াপুরে আটকে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।