‘নেতার পেছনে ঘুরঘুর করলেই রাজনীতিবিদ হওয়া যায় না’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/04/photo-1515081215.jpg)
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘নেতার পেছনে ঘুরঘুর করে স্লোগান দিলেই রাজনীতিবিদ হওয়া যায় না। নেতৃত্ব দিতে হলে মেধাবী হতে হবে, শৃঙ্খলা বজায় রাখা শিখতে হবে।’
আজ বৃহস্পতিবার ঝালকাঠি শহরে শিশুপার্ক উন্মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জেলা ছাত্রলীগ ওই সমাবেশের আয়োজন করে।
আমির হোসেন আমু বলেন, ‘ছাত্রলীগকে ছাত্র রাজনীতির হারানো গৌরব ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। আর এ জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে পড়াশোনা করে মেধাবী হতে হবে। নেতার পেছনে ঘুরঘুর করে স্লোগান দিলেই রাজনীতিবিদ হওয়া যায় না। নেতৃত্ব দিতে হলে মেধাবী হতে হবে, শৃঙ্খলা বজায় রাখা শিখতে হবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘সঠিকভাবে ছাত্র সংগঠন গড়ে তুলতে হবে। আদর্শবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। আজকে আমি এমন ছাত্র নিয়ে রাজনীতি করব না, যে ছাত্রকে দেখে আরো ১০ জন অভিভাবক ছি ছি করবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘সমাবেশ বড় হলেই কিন্তু হবে না, কোয়ান্টিটির চেয়েও কোয়ালিটি দরকার। দুইটাকে সমন্বয় করতে হবে। সমাবেশ বড় করতে হলে, সেই বড় সমাবেশে যারা উপস্থিত হবেন, তাঁরা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,,সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।