বিএনপি নেতা মোজাহার আলী প্রধান আর নেই
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আর নেই। গতকাল শুক্রবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
মোজাহার আলী প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে নেতারা মোজাহার আলীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার দুপুর ২টায় জোহরের নামাজ শেষে জয়পুরহাট কালেক্টরেট মাঠে মোজাহার আলী প্রধানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের নতুনহাট প্রধানপাড়ায় তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, গতকাল শুক্রবার ৫ জানুয়ারির কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে দুপুর ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন মোজাহার আলী প্রধান। পরে তিনি শহরের নতুনহাট এলাকার প্রধানপাড়াস্থ নিজ বাসভবনে ফিরে যান। তিনি যথারীতি জুম্মার নামাজ আদায় করে খাওয়া-দাওয়া করেন।
এর পরই হঠাৎ অসুস্থ বোধ করলে মোজাহার আলী প্রধানকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর খবর শোনার পর দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকে প্রথমে হাসপাতাল ও পরবর্তী সময়ে তাঁর বাসভবনে ছুটে যান শেষবারের মতো এক নজর দেখার জন্য। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
মোজাহার আলী প্রধান ১৯৯৭ সাল থেকে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়পুরহাট-১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল হক ছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতারা গভীর শোক জানিয়েছেন।