শেরপুরে স্কুলঘরে গৃহবধূর লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/13/photo-1439457418.jpg)
শেরপুর জেলা সদরের গাজীর খামার ইউনিয়নের কাউয়াপেচী গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার একটি স্কুলের কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম রেহেনা বেগম। তিনি ওই এলাকার মঞ্জুরুল হাসানের স্ত্রী।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, কাউয়াপেচী গ্রামের একটি কিন্ডারগার্টেন স্কুলের ক্লাসরুমে রেহেনা বেগমের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় নিহত রেহেনা বেগমের গলায় ওড়না পেঁচানো ছিল।
এসআই আরো জানান, রেহেনা বেগমের শ্বশুরবাড়ি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে। তাঁর সঙ্গে স্বামী মঞ্জুরুলের কলহ চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।