বরগুনায় সাবেক ইউপি চেয়ারম্যানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. বশির আহমেদ সিকদারকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।
আজ রোববার দুপুর ১২টার দিকে কাকচিড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাকচিড়া ও এর আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন বক্তারা বশির আহমেদ সিকদারকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক, কাকচিড়া ইনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দীন পল্টু, কাঁঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও পাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মোল্লা।
গত ১৫ ডিসেম্বর শুক্রবার কাকচিড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা করা হয়। সভা চলাকালীন পূর্ব শত্রুতা ও কমিটি গঠনকে কেন্দ্র করে বশির সিকদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের পিটুনি, কিল ঘুসি ও লাথির আঘাতে গুরুতর জখম ও আহত হন বশির সিকদার। পরে গত ৩ জানুয়ারি রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মো. হাসিবুল হাসান জয়। মামলায়
বিএনপি নেতা রাজা জোমাদ্দার, মজনু জোমাদ্দার ও লিটন জোমাদ্দারসহ ১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয় ওই মামলায়।