শেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/13/photo-1439471007.jpg)
শেরপুরের নকলা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শেরপুর-ঢাকা মহসড়কে উপজেলার চিথলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী রাশেদা (৪৫) শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত জোকাইয়া জেবিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার এনটিভি অনলাইনকে জানান, শেরপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের ময়মনসিংহ থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করলেও উভয় চালকই পালিয়ে গেছে।