ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/13/photo-1439483542.jpg)
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় নাফ নদের এক নং স্লুইসগেট এলাকা থেকে এসব ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু ডেইলপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহ (২৪) মো. ইউসুফ (২০)।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানিয়েছেন, টেকনাফের নাফ নদের ১ নং স্লুইসগেট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসার সংবাদ পান বিজিবি সদস্যরা। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সদর ইউনিয়নের নাজিরপাড়ার ১নং স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের দুজন নাগরিককে আটক করা হয়। তাঁদের তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা।
অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার আইনে মামলা দায়ের করে আটক দুজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে বিজিবি।