কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে সুমন আহমেদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ঢাকার ৩৫, পীরেরবাগ, মিরপুর এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেম মোড়লের ছেলে।
রবি লাইফ গার্ডের কর্মী ছৈয়দ নূর জানান, বিকেল ৪টার দিকে পাঁচ-ছয়জন বন্ধু মিলে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট দিয়ে সাগরে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে সুমন নামের ওই পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান। পরে রবি লাইফ গার্ডের কর্মীরা সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় সুমন আহমেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমনের বন্ধু মো. ইউনুচ আলী জানান, ঢাকার মিরপুর-২ এর ১০০/সি এলাকা থেকে কয়েকজন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসে লেগুনা বিচ হোটেলে উঠেন। বিকেলে সৈকতে গোসল করতে নামলে ঢেউয়ের টানে ভেসে গিয়ে মৃত্যু হয় সুমনের।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব জানান, সুমনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারে সদস্যরা কক্সবাজার পৌঁছালে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।