নিলয় হত্যায় দুজন আট দিনের রিমান্ডে
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া দুজনের আট দিন করে রিমান্ড (হেফাজত) মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেল ৩টার পর ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। সংশ্লিষ্ট আদালতের জিআরও (জেনারেল রেকর্ডিং অফিসার) বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ডিবি সদস্যরা সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেপ্তার করেন। নাহিয়ানকে রাজধানীর উত্তরা ও রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও জানায় পুলিশ।
গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন নীলাদ্রি। দেশে এ বছর নিহত হওয়া চতুর্থ ব্লগার তিনি। ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, নীলাদ্রির খুনের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকতে পারে।
নিলয় ফেসবুক ও ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। নিলয়ের স্ত্রী আশামনি ৭ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটে খিলগাঁও থানায় এ ঘটনায় মামলা করেন।