শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/14/photo-1439555956.jpg)
শেরপুরের নকলা উপজেলার বানের্শ্বেদীর ভূর্দি গ্রামে আজ শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের মন্তাজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, আজ শুক্রবা দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান রফিকুল। এ সময় বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশের সংযোগ ঘটলে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।