সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ৭ জন গুলিবিদ্ধ
মসজিদের টাকার হিসাব নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাড়ুহাস ইউনিয়নের লাউসন গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার পরপর গুলিবিদ্ধ ব্যক্তিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এর মধ্যে পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার জুমার নামাজ শেষে লাউসন গ্রামের মসজিদের টাকার হিসাব-নিকাশ চলছিল। কমিটির আয়-ব্যয়ের হিসাব নিয়ে ওই গ্রামের প্রভাবশালী আজিজুল হকের ছেলে আদিলের সঙ্গে বর্তমান সভাপতি হাজি আবদুল হান্নানের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর কিছুক্ষণ পরেই দুই পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় প্রতিপক্ষের ছোড়া ছররা গুলিতে গ্রামের হাফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা (১৭), আকবর আলীর ছেলে বক্স মিয়া (৪২), বরাত আলীর ছেলে মোখলেছুর রহমান (৫৫), আসলাম উদ্দিনের ছেলে রিসিভার (১০), আবু সাইদের ছেলে নাজমুল ইসলাম (৩০), তোরাব আলীর ছেলে জিল্লুর রহমান (৪৫) ও আজিজুল ইসলামের স্ত্রী কমলা খাতুন (৪৫) গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই এখনো মামলা করতে আসেনি। তবে গুলিবিদ্ধের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।