নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি, ছেলে গ্রেপ্তার
অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে মুক্তিপণ বাবদ মোটা অঙ্কের টাকা আদায় করতে চেয়েছিলেন প্রকৌশলী ছেলে। কিন্তু তার আগেই পুলিশ আটক করে ফেলে বগুড়ার সোনাতলা উপজেলার গজারিয়া এলাকার আবুল হোসেনের ছেলে মেহেদী হাসানকে। এ সময় মেহেদীর স্ত্রী ও তাঁর এক সহযোগীকেও আটক করা হয়।
urgentPhoto
আজ শনিবার দুপুরে পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
অপহরণ নাটকের বর্ণনা দিয়ে পুলিশ সুপার জানান, গত ৩ আগস্ট অপহরণের নাটক সাজিয়ে মেহেদী হাসান তাঁর সহকারী ইউসুফ উদ্দিনকে দিয়ে বাবা আবুল হোসেনের কাছে মোবাইলে ফোন করান। ইউসুফ ফোনে আবুল হোসেনকে জানায়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ বাবদ ৩০ লাখ টাকা দিতে হবে।
আবুল হোসেন ঘটনাটি পুলিশকে জানায়। মেহেদী পরিবার নিয়ে সোনাতলায় বাবার বাসাতেই থাকেন। পুলিশ প্রথমে মেহেদী হাসানের স্ত্রী আয়েশা আকতারকে সোনাতলার বাসা থেকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোন থেকে মেহেদী হাসানকে কল করা হয়। গতকাল রাতে উপজেলার গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করে পুলিশ।
পরে মেহেদীর মোবাইল থেকে তাঁর সহকারী ইউসুফকে ফোন করা হয়। সেই সূত্র ধরে বগুড়া শহরের চেলোপাড়া থেকে আটক করা হয় ইউসুফকে।
সোনাতলা থানার পুলিশ জানায়, এ ঘটনায় মেহেদী হাসানের বাবা গত ৫ আগস্ট অপহরণের মামলা করেন। সেই মামলায় টেক্সটাইল প্রকোশলী মেহেদীর স্ত্রী আয়েশা ও তাঁর সহকারী ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মেহেদী যেহেতু ভিকটিম, সেহেতু তাঁকে এ মামলায় আপাতত সাক্ষী হিসেবে রাখা হয়েছে।