সুন্দরবনের দস্যু আস্তানা থেকে হরিণের কঙ্কাল, গুলি উদ্ধার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলায় একটি জলদস্যু আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ সময় সেখান থেকে হরিণের কঙ্কাল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের পুষ্পকাটি লক্ষ্মীখালী খালধারের জঙ্গলে ‘জলদস্যু’ মোতালেব বাহিনীর আস্তানায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের কৈখালী ইউনিট কনটিনজেন্ট কমান্ডার এম রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে সেখানে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা আগেই পালিয়ে যায়।
আস্তানায় তল্লাশি চালিয়ে ৩৬৭টি পিস্তলের ও ১৭টি এলজির তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া সেখানে কয়েকটি গুলির খোসাও পাওয়া যায়। আস্তানা থেকে একটি হরিণের কঙ্কাল ও জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলারও উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম আরো জানান, বনের কাঠ দিয়ে মজবুত করে তৈরি আস্তানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দস্যুরা সুন্দরবনের নদী থেকে নিরীহ জেলেদের ধরে এনে আস্তানায় রেখে নির্যাতন চালাত। একই সঙ্গে তারা জিম্মি জেলেদের বাড়িতে অত্যাচারের খবর পৌঁছে দিয়ে মুক্তিপণ আদায় করত।