কক্সবাজারে দুই বাসের সংঘর্ষ, আহত ২৫

কক্সবাজার সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদ্গাহ ঢালার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সৌদিয়া এয়ারকন বাসের চালক মো. সারওয়ার (৩৫) ও এস আলম চেয়ারকোচের চালক জুনুর (৪৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় ডুলহাজারা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ঈদগাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান,সকালে চট্টগ্রামমুখী সৌদিয়া এয়ারকন ও কক্সবাজারমুখী এস আলম চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির কমপক্ষে ২৫ জন আহত হন। তিনি আরো বলেন, আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা হাসপাতাল ও ডুলহাজারা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।