কিশোরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাগারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/16/photo-1439735458.jpg)
২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে ট্রেনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কিশোরগঞ্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল আলমের আদালতে হাজির হয়ে হাজি ইসরাইল মিয়া আত্মসর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহ আজিজুল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরেরর ৬ জানুয়ারি রাত ১০টার দিকে কিশোগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতিকালে ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় স্টেশন মাস্টার এ কে এম আব্দুস সালাম বাদী হয়ে হাজি ইসরাইল মিয়াকে প্রধান আসামি ও বিএনপির ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত সংখ্যক ব্যক্তির রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেন। মামলার পর থেকে হাজি ইসরাইল মিয়া আত্মগোপনে ছিলেন।
সাবেক পিপি জালাল উদ্দিনের নেতৃত্বে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা আসামির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন।