কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম আবুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ সোমবার দুপুরে উলিপুর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উলিপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, হাতিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ দুই সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান একরামুল হক, হাতিয়া ইউপির সদস্য আবদুস ছালাম প্রমুখ।
বক্তারা বলেন, জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম আবুল হোসেনকে ষড়যন্ত্রমূলক মামলায় গত ৮ আগস্ট গ্রেপ্তার করা হয়। এতে ওই ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।