আইনের শাসন নেই বলে খুন করতে ভয় নেই : এরশাদ
দেশে আইনের শাসন নেই, তাই মানুষ খুন করতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু ও নারী হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, মায়ের গর্ভে ও কোলে শিশু সবচেয়ে নিরাপদ থাকার কথা, কিন্তু সেখানেও তারা আজ নিরাপদ নয়।
সন্ত্রাসীরা খুন করে পার পেয়ে যাচ্ছে বলে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এমন অভিযোগ করেন এইচ এম এরশাদ। তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, ‘এভাবে দেশ চলে না। অপরাধ করে আসামি দেশের বাইরে চলে যাবে, তাঁর বিচার হবে না, তাহলে অপরাধ কমবে কীভাবে? সেজন্য অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আজ আর কোথাও নিরাপদ নই।’
মানববন্ধনের পর এরশাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।