ফেসবুকে স্ট্যাটাসের কারণে প্রবীরকে গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শওকত মাহমুদের বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো সভা ভণ্ডুলের উদ্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়নি।urgentPhoto
প্রবীর সিকদারকে গ্রেপ্তার সম্পর্কে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ফেসবুকে তাঁর মৃত্যুর জন্য স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন দায়ী থাকবেন বলে স্ট্যাটাস দিয়েছিলেন। খন্দকার মোশাররফের পক্ষ থেকে একজন জিডি করেছিলেন। এ ধরনের উদ্দেশ্যমূলক প্রচার-প্রচারণার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফেসবুকে অন্য লেখালেখির জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
সাংবাদিকদের গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের গ্রেপ্তারে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। কারণ, তাঁদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
একটি নাশকতার মামলায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাঁকে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে আটক করে। রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকার কার্যালয় থেকে আটকের পর তাঁকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফরিদপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) স্বপন পাল তথ্যপ্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ সালের (সংশোধিত-২০১৩)-এর ৫৭(১) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। ওই মামলায় আজ মঙ্গলবার প্রবীর সিকদারকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় প্রবীর সিকদারের পক্ষে তাঁর আইনজীবী আলী আশরাফ নান্নু রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।