ট্রাকের ধাক্কায় সাত ভ্যান আরোহী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439900725.jpg)
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় সাত রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পুঠিয়া-তাহেরপুর সড়কের তেবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দিয়েছে।
নিহতরা হলেন পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের দাসমাড়িয়া গ্রামের বিমল ঠাকুরের স্ত্রী সুমি, তাঁর ছেলে রুদ্র (৬), সুমির ভাইয়ের মেয়ে পূজা (১০), ভ্যানচালক বিদ্যুৎ, তাঁর স্ত্রী বৃষ্টি এবং পাশের নন্দীগ্রামের বিচিত্রা। আহত এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এনটিভি অনলাইনকে বলেন, নিহতরা বাগমারা উপজেলার তাহেরপুরে একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিল। পথে বালুবাহী ট্রাকটি রিকশাভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো এক শিশু। হাসপাতালে নেওয়ার পথে সে-ও মারা যায়।
এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে তাতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন সেখানে গেলেও জনতার রোষানলে তাঁরা ট্রাকের কাছে ভিড়তে পারেননি।
ঘটনার আধা ঘণ্টা পর তাহেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে ট্রাকটির বেশির ভাগ পুড়ে যায়।