বঙ্গবন্ধু হত্যার আসামি ক্যাপ্টেন মাজেদের সম্পত্তি বাজেয়াপ্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি পলাতক ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদের স্থাপর-অস্থাবর সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১ দশমিক ৩৫ একরসহ মোট তিন একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ক্যাপ্টেন আব্দুল মাজেদের গ্রামের বাড়ি উপজেলার বড় মানিকা ইউনিয়নের সব সম্পত্তিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। একইসঙ্গে সরকারি সম্পত্তি হিসেবে নোটিশ ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মোহাম্মদ মনির হোসন হাওলাদার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা গিয়ে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করেন। পাশাপাশি সম্পত্তিতে অবস্থানরত ভাড়াটিয়াদের সব মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বহু আগেই হয়েছে। ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ পলাতক আছেন। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদালতের নির্দেশনা রয়েছে।
ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদের বড় ভাই মো. মন্তাজ মিয়া জানান, ভাইয়ের সঙ্গে তাদের গত ৪০ বছর ধরে কোনো যোগাযোগ নেই। তিনি ৪০ বছর আগে একবার গ্রামের বাড়ি এসেছিলেন।