ঝালকাঠিতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিপেটা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/12/photo-1518428877.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে দলটির মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ তিনজন আহত হয়েছেন।
লাঠিপেটায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে পুলিশ পিকআপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বক্তব্য শুরু করলে পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। এতে বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে পুলিশের লাঠিপেটার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা।
ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, শহরের পরিবেশ শান্ত রাখার জন্য এবং আইনশৃঙ্খলা স্বভাবিক রাখতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সাজা ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। রায় ঘোষণার তিন দিন পর গতকাল রোববার থেকে আদালতের নির্দেশে তাঁকে ডিভিশন বা প্রথম শ্রেণির বন্দির মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়।
খালেদা জিয়ার সাজার প্রতিবাদে গত শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। এর পরদিন গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার ২০ দলের জোটের সভায়ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
আজ থেকে তিন দিনের এই কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
শেষের দিন আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় অনশন কর্মসূচি পালিত হবে।