গৃহবধুর অশ্লীল ছবি তৈরি করে ধর্ষণের অভিযোগে মামলা
বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুরে অশ্লীল ছবি তৈরি করে তা দেখিয়ে তিন সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তথ্য প্রযুক্তি আইনে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধু।
আদালতের বিচারক শেখ আবু তাহের বরিশাল পুলিশ অফ ইনভেষ্টিগেশন ব্যুরোকে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামী জাহাঙ্গীর মোল্লা ছবিপুরস্থ বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মৃত জলিল মোল্লার ছেলে। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী তিন সন্তানের জননীর সাথে পারিবারিক ভাবেই পূর্ব পরিচিত আসামী জাহাঙ্গীর মোল্লা।
এ সম্পর্কের জের ধরেই জাহাঙ্গীর মোল্লা গৃহবধুর বাড়িতে আসা যাওয়া করতো এবং বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসতো। গৃহবধু তার কু প্রস্তাবে রাজি না থাকায় তাকে বিয়ের প্রস্তাবও দেয় আসামী জাহাঙ্গীর।
এতে গৃহবধু রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে কৌশলে জাহাঙ্গীর তার মোবাইল ফোনে গৃহবধুর ছবি তুলে নিয়ে কম্পিউটারের মাধ্যমে সেগুলোকে অশ্লীল ছবিতে রুপান্তরিত করে। পরবর্তীতে ছবিগুলোর মাধ্যমে নানান ভয়ভীতি দেখিয়ে মারধর ও অচেতন করে ওই গৃহবধুকে গত ৮ আগস্ট রাতে ধর্ষণ করা হয়।