সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু
কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো ‘সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজে’র। আজ শুক্রবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধকরাহাট এলাকায় প্রতিষ্ঠিত সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের শুভ উদ্বোধন করা হয়।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের স্বত্ত্বাধিকারী পঞ্চগড় চেম্বারের সাবেক সভাপতি মো. আশরাফুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. আব্দুল হান্নান শেখ বক্তব্য রাখেন।
জানা যায়, প্রাথমিকভাবে পাট থেকে দৈনিক ২০ টন সুতা, বস্তা ও চট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ওই পাটকলটি স্থাপন করা হয়েছে। এজন্য এখানে কয়েক হাজার শ্রমিক কর্মচারী-কর্মকর্তা কাজ করবে। ভবিষ্যতে জনবল বাড়ানো হলে আরও বেশি সুতা, বস্তা ও চট উৎপাদন হবে। সুতা, বস্তা ও চট উৎপাদনের জন্য প্রতি বছর ১ লাখ ৫০ হাজার মণ পাট ক্রয় করা হবে। সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের উৎপাদিত সুতা, বস্তা ও চট অটো মিল, কোল্ড স্টোরেজসহ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়ায় রপ্তানি করা হবে।