বন্দুকযুদ্ধ সমাধান নয় : রিপন
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটেছে তা সামাল দেওয়ার জন্য সরকার আইনি পদক্ষেপের বিপরীতে বন্দুকযুদ্ধ দিয়ে সমাধান করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
urgentPhoto
বিএনপির এ নেতা বলেন, ‘দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তবে এর সমাধান ক্রসফায়ার হতে পারে না।’ অবিলম্বে এসব বন্ধ করে আইনের শাসন চালু করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
দুই-একজন আওয়ামী লীগকর্মীকে বন্দুযুদ্ধে হত্যার পর বিরোধী নেতা-কর্মীদের হত্যা করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিপন। তিনি বলেন, ‘ক্রসফায়ার কোনো সমাধান নয়। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটেছে সেটাকে সামাল দেওয়ার জন্য সরকার আইনি পদক্ষেপের বিপরীতে ক্রসফায়ার দিয়ে সমস্যা সমাধান করতে চায়। এটি সমাধান নয়।’
এ সময় রিপন অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয়করণ করতেই নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হচ্ছে।