কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সাংবাদিকসহ ৫ ‘শিবিরকর্মী’ আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অভিযান চালিয়ে সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ একটি মেসে এ অভিযান চালায়। পুলিশ দাবি করেছে, আটককৃতরা শিবিরকর্মী।
কুমিল্লা সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে দৈনিক সংগ্রামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাফর আহমেদসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল (২০), ইমরান (২২), নাসির উদ্দিন (২১) ও তারেক (২০)।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শাহাদাত হোসেন শিবিরকর্মীদের আটকের নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেছেন।