বন্যহাতির পদদলনে যুবক নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী গ্রামে বন্যহাতির পালের পায়ের নিচে পিষ্ট হয়ে চন্দ্র কোচ নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চন্দ্র কোচের বাড়ি উপজেলার গান্ধীগাঁও এলাকায়। তাঁর বাবার নাম বিপিন বিহারী কোচ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপ্লব কুমার জানান, বন্যহাতির পাল রাতে গারো পাহাড়ের গান্ধীগাঁও এলাকায় তাণ্ডব চালায়। এ সময় গ্রামবাসী মশাল জ্বেলে, লাঠিসোঁটা নিয়ে হাতি তাড়াতে যায়। পালের পাল্টা তাড়ায় গুরুতর আহত হন চন্দ্র কোচ। পরে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।